সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও দোলন মজুমদারের সমর্তনে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা 

প্রকাশিত হয়েছে- এপ্রিল ২৬, ২০২৪

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সুগ্রীব মজুমদার দোলনের সমর্তনে উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেব লীগের সাধারণ সম্পাদক রিদুয়ানুল করিম রহিমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রার্থী অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক ভূমি মন্ত্রীর একান্ত সহকারী ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, যুগ্ন সম্পাদক নোয়াব আলী, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সগীর আজাদ, এম এ মালেক, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হেলাল, চেয়ারম্যান অসিম কুমার দেব, কলিম উদ্দিন, মাস্টার মো. ইদ্রীস, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ইফতেকার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আলী আব্বাস, সভায় বক্তারা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার অঙ্গিকার করে বলেন, সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে দলের সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। যারা আওয়ামীলীগ করবে তাদেরকে সভানেত্রীর নির্দেশনা মানতে হবে। দল যাকে মনোনীত করবেন তিনিই হবেন উপজেলা নির্বাচনে প্রার্থী। দলের নেতা কর্মীরা এই প্রার্থীর পক্ষে কাজ করবেন।