ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ১৩ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে ১টা পর্যন্ত পূব উত্তর কলাউজান খালাদাদ খাঁন দাখিল মাদ্রাসা মিলনায়তন প্রাঙ্গনে, ক্যাম্পেইন পরিচালনা করেন। সংগঠনের এডমিন পরিষদ সদস্য মো:সাইফুল ইসলাম সাঈদ,মো শফিকুর রহমান, মোয়াজ্জেম মাহী, এবং মডারেটস নাজমুস সাকিব, সাঈদ,কার্যকরী সদস্য এইস এর শহিদ , শরিফ, লুৎফর রহমান, ,সহ সহ-কার্যকরী সদস্য মো জাহিদ ইলিয়াস এইচ খান এবং শুভাকাঙ্ক্ষী সদস্য সহ আরো অনেক মানবিক কাজে নিয়োজিত সংগঠন এর সদস্যরা উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করেন, আজকে আমাদের ফ্রি চিকিৎসা সেবা প্রধান করেন লোহাগাড়ার কলাউজান এর কৃতি সন্তান মানবিক ডাক্তার নামে সুপরিচিত, ডাঃ মোহাম্মদ মোমিনুল ইসলাম, ডাঃ আসিফ আহমদ শোভন, ডাঃ মো ইমরুল ইসলাম, ডাঃ সাদিয়া জাহান মেরী,এবং ডেন্টিস সার্জন নুসরাত জাহান শেফা আজকের মানবিক ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয় নারী শিশু ও পুরুষ সহ প্রায় ৪৮০ জন মানুষ দের ফ্রি চিকিৎসা সেবা এবং প্রায় ১০০এর মত ছোট বড় মানুষ দের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।আর আজকে উক্ত প্রোগ্রামে আমাদের সময় এর সিনিয়র রিপোর্টাস ও আমিরাবাদ স্টার সুপার মার্কেট এর সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার সিকদার ও উক্ত মাদ্রাসা পরিচালনা পরিষদ এর সাবেক সভাপতি মেম্বার আব্দুস সাত্তার ও আইয়ুব আলী আনসারী এবং বর্তমান ২নং ওয়াডে আব্দুর রহিম ,বিশিষ্ট মনির সওদাগর, দেলোয়ার সাওদাগর,জাফর সাওদাগর ব্যবসায়ী,সাইফুল ইসলাম বদি সাওদাগর,এবং মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর, কুতুব উদ্দিন,কায়সার হামিদ সহ এছাড়া ও এলাকার ব্যাক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ এবং কলাউজান ব্লাড গ্রুপ শুভাকাঙ্ক্ষী ও এই সময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং পথচারী, ব্যবসায়ীসহ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ ও নির্ণয় করা হয়েছে। এবং সেইসাথে রক্তদান করতে পারবে এমন অধিক রক্তদাতা সংগ্রহ করা হয়েছে এ ক্যাম্পেইন থেকে। এছাড়াও থ্যালাসেমিয়া,ক্যান্সার সচেতনতা এবং রক্তদানের উপকারিতা জানিয়ে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধও করেন এ সময় উপস্থিত এডমিন, মডারেটর, কার্যকরী ও সহ কাযকরী সহ প্রমুখ।