সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

অনিয়মের সংবাদ প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর গাজীপুরের ডিডি নয়নের বদলির আদেশ

প্রকাশিত হয়েছে- জুন ১৪, ২০২৪

স্টাফ রিপোর্টার : মোঃ জয় সরকার

বিভিন্ন নিয়ম ও দুর্নীতি সংবাদ প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলার উপ-পরিচালক নয়ন মিয়ার বদলির আদেশ দিয়েছে পরিবেশন অধিদপ্তর।সোমবার ১০ জুন পরিবেশ অধিদপ্তর পরিবেশ ভবন আগারগাঁ ঢাকা এর পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী স্বাক্ষরিত এক আদেশে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলার উপ-পরিচালক নয়ন মিয়ার বদলি সংক্রান্ত এই আদেশ দেওয়া হয়। আদেশে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় থেকে উপ-পরিচালক নয়ন মিয়াকে পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে বদলি দেখানো হয়েছে। এর আগে গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) কর্তৃক নিষিদ্ধ মৌজায় কারখানা স্থাপনে নিয়ম বহির্ভূত পরিবেশ ছাড়পত্র দেয়ার অভিযোগে ৭ মে “গাজীপুর পরিবেশের ডিডির কারসাজিতে ছাড়পত্র, নিষিদ্ধ মৌজায় মাদবর ইন্ডাস্ট্রিজের ভয়াবহ পরিবেশ দূষণ” শিরোনামে সময়ের দেশে সংবাদ প্রকাশিত হলে শুরু হয় তদন্ত।  তদন্তে সত্যতা পায় সংশ্লিষ্ট তদন্ত কমিটি। তদন্ত রিপোর্টের সুপারিশ নিম্নে দেওয়া হলো – সুপারিশঃ  পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর বিধি ২৩ এর উপবিধি (১) – (৭) অনুসারে পুরাতন ইউনিটের অনুকুলে পরিবেশগত ছাড়পত্র না থাকায় এবং নতুন ইউনিটের অনুকুলে প্রদত্ত পরিবেশগত ছাড়পত্রের ০৬ নং শর্তের লঙ্ঘন করায় পুরাতন ইউনিটের বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি সেবা সংযোগ বিচ্ছিন্ন করা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নথিটি পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরেরর মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করা যেতে পারে। একই সাথে নতুন ইউনিটের কার্যক্রম বন্ধ করে উহার অনুকুলে প্রদত্ত পরিবেশগত ছাড়পত্রের শর্তাবলি শতভাগ বাস্তবায়ন করে যথাযথ পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করে তারপর উহার কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা যেতে পারে।এর আগেও স্থানীয় সপ্তাহিক ঘটনার আড়ালে ও দৈনিক ভোরের আলো সহ কয়েকটি গণমাধ্যমে গাজীপুর জেলার উপ-পরিচালক নয়ন মিয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।