আশিক হাসান সীমান্ত (রাজবাড়ী)
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন রাজবাড়ী-২ আসনে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা হক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২(পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।এর আগে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট আসনের ১ শতাংশ ভোটারের জমাকৃত সই ত্রুটিপূর্ণ থাকায় গত ৪ ডিসেম্বর রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নূরে আলম সিদ্দিকী হক বলেন, ১ শতাংশ ভোটারের জমাকৃত সই ত্রুটিপূর্ণ থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে আমি নির্বাচন কমিশনে আপিল করলে আপিল বিভাগ আজ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করে।
তিনি আরও বলেন, আমার মনোনয়নপত্র বৈধ হওয়ার মাধ্যমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর সর্বস্তরের মানুষের বিজয় হয়েছে। বিজয়ের মাসে আমি আরেকটি বিজয়ের দেখা পেয়েছি। তাই সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া। নির্বাচনে অংশ নিতে আমার সব ধরনের প্রস্তুতি রয়েছে। জনগণ আমার সঙ্গে রয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হব।
তিন প্রবাসীর স্বাক্ষর, কেন্দ্রীয় কৃষক লীগ নেতার মনোনয়ন বাতিল দলগুলোকে সভা-সমাবেশের অনুমতি না দিতে আইজিপিকে চিঠি জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী কর্তৃক এক ভাগ সমর্থনসূচক তালিকা হতে নির্বাচন কমিশন কর্তৃক দৈবচয়নের ভিত্তিতে প্রদত্ত ১০ জন ভোটারের তথ্য যাচাই-বাছাইয়ে নূরে আলম সিদ্দিকী হকের চারজন ভোটারের সমর্থনের তথ্য সঠিক পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ী-২ আসনের ৭জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং ১শতাংশ ভোটারের তথ্য গরমিল ও ঋণখেলাপি থাকায় স্বতন্ত্র, মুক্তিজোট ও তৃণমূল বিএনপির প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
পরে আপিলে গতকাল (মঙ্গলবার) তৃণমূল বিএনপির প্রার্থী এসএম ফজলুল হক এবং আজ স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে।