“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর অঞ্চলের সকল জেলায় সকল ব্লকে একযোগে শতভাগ পার্চিং উপলক্ষে রাজবাড়ীর পাংশায় পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৬ মার্চ সকালে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাংশায় এই পার্চিং অনষ্ঠিত হয়। পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী কৃষিসম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ আবুল কামাল আজাদ। এ সময় উৎসবে পার্চিং এর উপকারিতা হিসেবে ক্ষেতের ক্ষতিকর পোকা-মাকড় নিয়ন্ত্রণ, কীটনাশকের ব্যবহার কমায়, ফসলের উৎপাদন খরচ কমায় ও পরিবেশ দূষণমুক্ত রাখাসহ নানা বিষয়ে কৃষকদের মাঝে আলোচনা করা হয়।