জাবির আহম্মেদ জিহাদ(ইসলামপুর) জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার ইসলামপুর পৌশসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর পৌর শাখার উদ্যোগে দ্ররিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে গাঁওকুড়া মন্ডলপাড়া স্থানে প্রায় ২ শাতাধিক অসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মোঃ সামিউল হক ফারুকী।
এছাড়াও উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক খলিলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর খন্দকার মোঃ লিয়াকত আলী, ইসলামপুর উপজেলা নায়েবে আমীর মোঃ আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি রাশেদুজ্জামান, উপজেলা অর্থ সম্পাদক মোঃ আবু মুসা, শিবিরের নেতাকর্মী এবং উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ড. সামিউল হক ফারুকী বলেন, পৌরসভার ন্যায় উপজেলার প্রত্যেকটি গ্রাম থেকে হত দ্ররিদ্রদের বাছায় করে শীতবস্ত্র বিতরণ করা হবে।