সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ঈদগড় ও ঈদগাঁওতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নৌকার মনোনয়ন প্রত্যাশী নজিবুল ইসলাম

প্রকাশিত হয়েছে- মে ১২, ২০২৩

কক্সবাজার জেলা প্রতিনিধি, রিয়াজ উদ্দীন রিয়াদ,

গেলো (১০ মে) বুধবার নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা ফার্নিচার মার্কেট ও বৃহস্পতিবার (১১ মে) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান ঘর পরিদর্শন করেন কক্সবাজার সংসদীয় আসন ০৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) এর নৌকার মনোনয়ন প্রত্যাশী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের পূনর্বাসনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

পরে ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকান মালিকের হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা মোহাম্মদ নজিবুল ইসলামের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় মোহাম্মদ নজিবুল ইসলাম ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের উদ্যেশ্যে বলেন, বাংলাদেশের সফল রাস্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি সবসময় মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো। আমি আপনাদের সন্তানের মতো। একজন সন্তান হিসেবে আমি আপনাদের প্রয়োজনে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা হতাশ হবেন না। আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলে যাতে সরকারিভাবে আর্থিক সহযোগিতা পান আমি সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবো। আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের এই কষ্ট সহ্য করার তৌফিক দান করুক।

এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,আহমদ করিম সিকদার, ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, সহ আরও অনেকে।