সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ঈদগাঁওতে রাতের আঁধারে বৈদ্যুতিক ফাঁদ পেতে বন্য হাতি হত্যার

প্রকাশিত হয়েছে- নভেম্বর ২৪, ২০২৩

আবু বক্কর চৌধুরী-ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে বৈদ্যুতিক ফাঁদ পেতে বন্য হাতি হত্যার অভিযোগ উঠেছে জলিল নামের এক বড়ই বাগান মালিকের বিরুদ্ধে! বৃহস্পতিবার রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়ন ৯নং ওয়ার্ড শিয়া পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানিয়রা জানান হাতি হত্যা করার পুর্বপ্রস্তুতি ছিলো জলিলের। এমনকি হাতি হত্যা করে স্বদেশ ত্যাগের পরিকল্পনাও ছিলো তার। তবে বণ্য হাতিকে ঘিরে তার এমন কর্মকাণ্ডের কারণ জানা যায়নি। তবে অনেকেই ধারণা করছেন,বড়ই বাগানে বণ্য হাতির আক্রমনে ক্ষোব্দ হয়ে জলিল এমন কর্মকান্ড চালানোর পরিকল্পনা করেন। অনেক সময় স্থানীয়দের সামনে বণ্য হাতি হত্যার হুমকিও দেন জলিল। এবং হাতি হত্যার উদ্দেশ্যে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদও পাতেন দীর্ঘ সময় ধরে। পরিশেষে ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে জলিলের ফাঁদে পা দেন বন্য এক বাচ্চা হাতি। এবং বৈদ্যুতিক শক লেগে জলিলের বড়ই বাগানের পাশেই মারা যায় হাতিটি। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান ঈদগাঁও উপজেলার নব দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। এসময় ঈদগাঁও রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করলেও এমন কোনো আলামত পাওয়া যায়নি হাতিটির শরীরে কিংবা ঘটনাস্থলে। তবে তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যাবস্থা নিবেন বলে জানান তিনি।