শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- জুন ২৪, ২০২৩

কক্সবাজার জেলা প্রতিনিধি 

ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুর ৩:০০ টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কর্তন করা হয়।

ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার নুরুল আজিম, হুমায়ুন কবির চৌধুরী হিমু, লুৎফুর রহমান আজাদ, ইসলামবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল হক, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেদ উদ্দীন,পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাজ্জাদুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও উপজেলা কৃষকলীগের সভাপতি আবছার কামাল, ঈদগাঁও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুরুল মোস্তফা, ফরিদ খানঁ, ডাঃ আব্দুল কুদ্দুস মাখন, মাষ্টার মোক্তার আহমদ, সেলিম বাবুল, তারেক আজিজ, মনজুর আলম, আহমদ করিম সিকদার, হেলাল উদ্দীন, হুমায়ূন কবির, হাসান তারেক, এনাম রণি, আবছার কামাল, দিদারুল ইসলাম, নুরুল হুদা, সাহেদ কামাল, শহিদুল ইসলাম, ছাত্রনেতা আবু হেনা বিশাদ, রাহুল পাল, আশফাক উদ্দিন আরফাত, হিরু, শুয়াইব, আতিক, নাছির প্রমুখ।