সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ঈদগাঁও উপজেলা ঈমাম সমিতি সাধারণ সভা অনুস্টিত

প্রকাশিত হয়েছে- জুলাই ৭, ২০২৩

রিয়াজ উদ্দীন রিয়াদ,কক্সবাজার

নব গঠিত ঈদগাঁও উপজেলা ঈমাম সমিতির সাধারণ সভা অনুস্টিত হয়, ৬ জুলাই রোজ বৃহস্পতিবার ৩ টায় ঈদগাঁও বাস স্টেশন নিজ কার্যলয়ে মাওলানা এনামুল হক ইসলামাবাদী সভাপতিত্বে , সাধারণ সম্পাদক, মাওলানা রমিজ আহমদ নুরী ও মাওলানা রমজান আলী ফারুকী সঞ্চালনায় এই সাধারণ সভা অনুস্টিত হয়,

এসময় বক্তারা বলেন আমাদের সর্ব প্রতম ঐক্য হতে হবে আমাদের দাবি সকল মসজিদ পরিচালনা কমিটিকে মানতে হবে মসজিদে আলেমদের অসম্মানিত করা যাবে না, যদি বিনা কারণে কোনো মসজিদের ইমামকে নির্যাতন কিংবা অসম্মান করা হয় আমরা ঈদগাঁও ঈমাম সমিতি চুপ থাকবোনা,

বক্তারা আরো বলেন বাজারে পন্য সামগ্রির উর্ধগতির কারনে আমাদের অল্পবেতনে চলতে কস্ট হয়ে যায়, তাই সকল মসজিদ পরিচালনা কমিটির কাছে বেতন বাড়ানোর অনুরোধ জানান ঈমাম সমিতি,

এসময় তারা বলেন সমাজে অবৈধ কার্যকলাপ সহ মাদক ইভটিজিংর বিরুদ্ধে ঈমামদের ভুমিকা পালন করতে হবে,

এসময় বক্তব্য প্রধান করেন, মাওলানা তৈয়ব জালাল,মাওলানা আলী আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা মিজান, মাওলানা হারুন রশিদ,মাওলানা কলিম উল্লাহ,মাওলানা কারী আহমদ সৈয়দ করিম, মাওলানা মনছুর আলম,মাওলানা শফি, মাওলানা আবু বক্কর, হারুনর রশীদ সহ শতাধিক ঈমাম উপস্থিত ছিলেন,