সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

এক কাপ চা সংগঠনের আত্মপ্রকাশ হলো খাদ্য সহায়তা ও হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়ে

প্রকাশিত হয়েছে- আগস্ট ৬, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধি।

"মানব সেবায় অঙ্গীকারবদ্ধ আমরা " এই শ্লোগানে গত পহেলা জুলাই থেকে পথচলা শুরু এক কাপ চা সংগঠনের। পরে খাদ্য সহায়তা ও হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এই মানবিক সংগঠনটি।

শনিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মানবিক সংগঠনটি আত্মপ্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন এক কাপ চা সংগঠনের সদস্য ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, অগ্রণী ব্যাংক কালুখালী শাখার ব্যবস্থাপক এনামুল হক, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও এক কাপ চা এর সদস্য ডা. মোঃ এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষক মোঃ ইউনুস বিশ্বাস, পাংশা উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সভাপতি সদস্য এস এম রাসেল কবির ও ব্যবসায়ী গোলাম মোস্তফা আবুসহ এক কাপ চা এর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা ও একজন প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

সংগঠনের সদস্যদের প্রতিদিনের ন্যূনতম এক কাপ চা এর সমমূল্য অর্থ ফান্ডে জমা রাখে। সেই জুমা কৃত অর্থ থেকে সহায়তা প্রদান করা হয়।