সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

এখনো ভালো অভিনয়শিল্পী হতে পারিনি: মম

প্রকাশিত হয়েছে- মে ৭, ২০২৩

স্টাফ রিপোর্টার: ইকবাল হোসেন

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ঈদের ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরেছেন। গত ঈদে তার অভিনীত একাধিক নাটক টেলিভিশনে প্রচার হয়েছে। সেগুলো প্রশংসিতও হয়েছে। নতুন কাজ, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* শুটিংয়ে ফিরেছেন কবে?

** গত সপ্তাহের শেষদিকে ‘শেষ বিকেলের গল্প’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছি। বলা চলে ঈদের পর এটি আমার প্রথম কাজ। বেশ ভালো লেগেছে শুটিং করতে। এ নাটকের গল্পটি দারুণ। আমার চরিত্রটিও বেশ চমৎকার। আমার বিশ্বাস, নাটকটি দর্শকদের ভালো লাগবে।

* ঈদ উপলক্ষ্যে আপনার অভিনীত নাটক থেকে কেমন সাড়া পাচ্ছেন?

** ভালোই সাড়া পাচ্ছি। ঈদ উপলক্ষ্যে খুব বেশি নাটকে অভিনয় করিনি। এখন আমি সংখ্যা বিবেচনা করে কাজ করি না। মান ও গল্পের দিকে বেশি প্রাধান্য দেই। ঈদ উপলক্ষ্যে যে কয়টি নাটকে অভিনয় করেছি ভালোই লেগেছে। দর্শকও বেশ পছন্দ করেছেন। এখন তো ইন্টারনেটের কল্যাণে পছন্দ-অপছন্দের বিষয়টি সরাসরি দেখা যায় মন্তব্যের ঘরে। কেউ পজেটিভ, আবার কেউ নেগেটিভ বিষয় তুলে ধরেন। ভালোই লাগে মন্তব্যগুলো পড়তে। অনেক কিছু জানা যায়।

* সিনেমা ক্যারিয়ারে নায়ক হিসাবে প্রথমবার পেয়েছিলেন রিয়াজকে। আপনার অভিনীত সর্বশেষ সিনেমার নায়কও একই। অভিজ্ঞতা কেমন?

** অভিজ্ঞতা অনেক ভালো। রিয়াজ ভাই ছোটবেলা থেকেই আমার পছন্দের নায়ক। তার অভিনীত অনেক সিনেমা দেখেছি। আমার সিনেমা ‘দারুচিনি দ্বীপ’র নায়ক ছিলেন তিনি। তার সঙ্গে অভিনয় করা যায় খুব সহজেই, কারণ তিনি একজন উঁচুমানের অভিনেতা, আর সহশিল্পী হিসাবে অসাধারণ। সর্বশেষ ‘রেডিও’ নামে একটি সিনেমার শুটিং করেছি মানিকগঞ্জের নদী তীরবর্তী এক প্রত্যন্ত অঞ্চলে। প্রতিকূল পরিবেশে কাজ করলেও আমরা একটি টিমওয়ার্ক করেছিলাম। ইতিহাসভিত্তিক গল্পের এ সিনেমাটি মুক্তির পর থেকে দর্শকের বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ধরনের সিনেমা ইতিহাসের দলিল হয়ে থাকে। আমি এর অংশ হতে পেরে গর্বিত।

* এ পর্যন্ত দুটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় কাজ করেছেন। এ দুই সিনেমার চরিত্র কীভাবে নিজের ভেতর লালন করেছেন?

** যে কোনো চরিত্রই ফুটিয়ে তোলা একজন অভিনয়শিল্পীর জন্য চ্যালেঞ্জের বিষয়। আমি সব সময়ই চরিত্রটিকে বাস্তবভিত্তিক রূপ দেওয়ার চেষ্টা করি। ‘রেডিও’ এবং ‘ওরা সাতজন’ নামে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমায় অভিনয় করেছি। এসব সিনেমায় অভিনয় করাটা ছিল আমার জন্য সম্মান ও চ্যালেঞ্জের বিষয়। কতটুকু সফল হয়েছি তা দর্শকই ভালো বলতে পারবেন। তবে আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। চরিত্রের জন্য পরিচালকের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। স্বাধীনতার মাসে আমার অভিনীত মুক্তিযুদ্ধের গল্প নিয়ে দুটি সিনেমা মুক্তি পাওয়া আমার জন্য সম্মান ও গর্বের বিষয়। আমি বলতে পারি এ দুটি সিনেমা আমার অভিনয় ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে। এখনো ভালো অভিনয়শিল্পী হতে পারিনি। তবে দক্ষতা অর্জনের চেষ্টা চালিয়েই যাব।