সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

এবার চমক দেখাতে পারেন জালালাবাদ ৮ নং ওয়ার্ড তরুণ মেম্বার পদপ্রার্থী শহিদুল ইসলাম। 

প্রকাশিত হয়েছে- এপ্রিল ২৬, ২০২৪

রিয়াজ উদ্দিন রিয়াদ ঈদগাঁও

আসন্ন জালালাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন তরুণ মেম্বার পদপ্রার্থী শহিদুল ইসলাম । সাধারণ ভোটারদের দরজায় মোরগ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বর্তমানে ওয়ার্ডজুড়ে শান্তিপ্রিয় প্রার্থী হিসেবে জনমত জরিপে জনপ্রিয়তার শীর্ষে এই প্রার্থী। তিনি নির্বাচনী কলাকৌশলে অনেকটা এগিয়ে। তিনি ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় থেকে শুরু করে পাড়া মহল্লায় চলছে বিরামহীন গনসংযোগ, বৈঠক, মতবিনিময় সহ মিছিল। কর্মীদের হাতে হাতে লিফলেট মুরগ মার্কার প্রতীকের। ব্যতিক্রমী প্রচারণায় মুগ্ধ ভোটার। যেদিকে যান সেদিকে গণজোয়ার সহ ব্যাপক সাড়া পাচ্ছেন। গণসংযোগকালে ঘরে ঘরে অবস্থানরত মা বোনদের কাছ থেকে দোয়া চেয়েছেন। ওয়ার্ডের অভিজ্ঞ জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের লোকজন ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নিরবে কাজ করছেন শহিদুল ইসলামের মোরগ মার্কার পক্ষে। প্রায় প্রতিদিন সকাল থেকেই গভীর রাত অবধি পর্যন্ত গণসংযোগে ব্যস্তমুখর দিনপার করেছেন হেভিওয়েট মেম্বার পদপ্রার্থী শহিদুল ইসলাম । তিনি ৮ নং ওয়ার্ডে দিন রাত চষে বেড়াচ্ছেন মানুষের ধারে ধারে। বিজয় সন্নিকটে বলেও জানান বেশ কয়েকজন তার কর্মী সমর্থকরা।সাধারণ ভোটাররা জানান শহিদুল ইসলাম নম্র, ভদ্র, সৎ , শান্তি প্রিয় একটা ছেলে। তিনি কোন জনপ্রতিনিধি না হয়েউ ৮ নং ওয়ার্ড বাসীর সুখে দুখে পাশে থেকেছেন তাই এবার আমরা শহিদুল ইসলামের মুরগ মার্কায় ভোট দিয়ে থাকে জয়যুক্ত করবো।জয়ের বিষয়ে শতবাক নিচ্ছিত করে মেম্বার পদপ্রার্থী শহিদুল ইসলাম বলেন। এই ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিলাম আছি এবং আগামীতেও থাকবো। আমি শতভাগ আশাবাদী আমার ওয়ার্ডের মানুষ ২৮ তারিখ মুরগ মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।