সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

এস,এম,আজিজুল হক আজিজের লেখা কবিতা সোনার ফসল

প্রকাশিত হয়েছে- জুন ১২, ২০২৪

মায়ের বুকে সোনার ফসল

নানান রঙে হাসে,

খুশির আলো চাষির বুকে

ধানকে ভালোবাসে।

নানান রকম স্বপ্ন যে তার

বুকে পোষণ করে,

আনবে ফসল ভরবে গোলা

আর কিছু দিন পরে।

রাশি রাশি ভারা ভারা

ধান কাটা হলো সারা

ভরা বীলের ক্ষুরধারা,

কৃষকরা সব আত্মহারা।

সবদিকে আজ যায় ছড়িয়ে

ইরি ধানের ঘ্রাণ,

কুড়ের ঘরে ঢেঁকির নিচে

উঠছে নেচে প্রাণ।

মনের ভিতর সুখের ভেলা

যাচ্ছে ভেসে ভেসে,

ঘরের ভিতর পিঠাপুলি

খাচ্ছে হেসে হেসে।

রোদে মাখা খড়ের বুকে

ইসারাতে ডাকে,

দেখে দেখেই মনটা ভরে

এই বাংলার মাকে।