আল আমিন হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার ৩১শে জুলাই পাংশা সরকারি কলেজের আয়োজনে দুপুরে কলেজ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ইয়ামিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী মহিলা-৪০ আসনের সংসদ সদস্য অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামসহ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রী ও তাদের গার্জিয়ান উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষ করা হয়।