সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

কক্সবাজার পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার মাশেদুল হক রাশেদ

প্রকাশিত হয়েছে- মে ২৮, ২০২৩

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মেয়র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করায় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিচ্ছেন মাশেদুল হক রাশেদ।

কেন্দ্রীয় নির্দেশনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাশেদুল হক রাশেদকে দলের সাধারণ সদস্য পদ থেকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক নেই।

জেলা আওয়ামী লীগ জানায়, আগামী ১২ জুন অনুষ্ঠেয় কক্সবাজার পৌরসভা নির্বাচনে দল থেকে ৭ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সবাই দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে কাজ করছেন।

কিন্তু মাসেদুল হক রাশেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি মাঠ থেকে সরে দাঁড়াননি। মাসেদুল সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কক্সবাজার শহরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত রাশেদের পরিবার। তাঁর বাবা প্রয়াত একেএম মোজাম্মেল হক জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

রাশেদের তিন ভাই ও এক বোন দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এদের মধ্যে শাহীনুল হক মার্শাল গত বছর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ছোট ভাই কায়সারুল হক জুয়েল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেল।

বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ বলেন, পৌরবাসীর দাবির প্রেক্ষিতে তিনি প্রার্থী হয়েছেন। যেহেতু এটা স্থানীয় নির্বাচন। এখানে দলীয় বিষয় প্রভাব পড়বে না।