সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত তরুণীর মরদেহ

প্রকাশিত হয়েছে- জুন ৬, ২০২৩

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেড থানার নৌ বাহিনীর ঈশা খাঁ জেটি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, নদীতে ভাসমান এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে আমাদের টিম। ওই তরুণী বয়স আনুমানিক ২০ বছর।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি একরাম। মরদেহের পরিচয় উদঘাটনেও চেষ্টা করছে পুলিশ।