সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

কাজী জাফরুল্লাহকে কবির বিন আনোয়ারের শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে- নভেম্বর ১৯, ২০২৩

কক্সবাজার  জেলা প্রতিনিধি :রিয়াজ উদ্দীন রিয়াদ

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহকে শুভেচ্ছা জানান মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। নির্বাচন পরিচালনা কমিটির নতুন দায়িত্ব পাওয়ায় ধানমন্ডির দলীয় কার্যালয়ে শনিবার (১৮ নভেম্বর) তাকে শুভেচ্ছা জানান সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

নির্বাচিত হওয়ার পরে ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিস পরিদর্শনে আসেন কাজী জাফরুল্লাহ। এসময় তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান কবির বিন আনোয়ার।

তারও আগে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে সেই সভায় কো-চেয়ারম্যান হন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

দলীয় সভায় নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।