সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

কালুখালীতে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- জুলাই ১৩, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক গৃহবধূর পারিবারিক ঝগড়া মিমাংশা করার জন্য ২ লাক টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজির মামলায় মো. খলিল ফকির (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কালুখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ খলিল ফকির কালুখালী উপজেলার লস্করদিয়া গ্রামের জলিল ফকিরের ছেলে। খলিল কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, কালুখালী উপজেলার মাধবপুর গ্রামের মোঃ মাজেদ মোল্লার মেয়ে মোছাঃ রুবি আক্তার (৩৩) এর স্বামী গত ৬ বছর আগে মালেশিয়া যায়। এরপর অভিযুক্ত খলিল ফকির কারনে অকারনে রুবির বাড়িতে যেত এবং তাকে প্রেমেরে প্রস্তাব দিতো। মোছাঃ রুবি আক্তারের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ি ও ভাসুর তার স্বামীর ঘরে তালা ঝুলিয়ে দেয়। এরপর রুবি এসব পারিবারিক ঝামেলা মিমাংশা করার জন্য খলিল ফকির কে বলে। এরপর খলিল কালুখালী থানার ওসির সাথে আলাপ করে জানাবেন বলে জানান। পরে গত ৮ তারিখে খলিল ফকির রুবির সাথে দেখা করে বলে ওসির সাথে আলাপ হয়েছে তুমি যদি তোমার স্বামীর বাড়িতে উঠতে চাও তাহলে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে। মামলার বাদি রুবি বলে আমার কাছে টাকা নেই। এরপর রুবি চাচা আফজাল মোল্লার বাড়িতে ফিরে যায়। খলিল ফকির রুবিকে মোবাইল ফোনে টাকার জন্য তাগিদ দেয় এবং হুমকি প্রদান করে। পরে রুবি বাদি হয়ে গত ১১ জুলাই মঙ্গলবার কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন ( মামলা নম্বর ০৪)।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গ্রেফতারকৃত খলিল ফকির কালুখালী থানাধীন রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। সে যুবলীগের প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সহ চাঁদাবাজি করে আসছে বলে জানা যায়। সে এলাকায় যুবলীগের প্রভাব বিস্তার করে চলার কারনে স্থানীয় লোকজন তার অপকর্মের বিরুদ্ধে কথা বলার সাহস করে না। মামলার ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। তাকে ১২ জুলাই বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।