আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অটিজম ও প্রতিবন্ধী স্কুলটিতে পরিদর্শন উপলক্ষে মতবিনিময় ও বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অটিজম ও প্রতিবন্ধি স্কুলটি ২০১৯ সালে তৎকালীন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার সরকারী খাস ৩২শতাংশ জমির উপরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বিগত ৪বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়টির কোন সরকারী বা বে-সরকারী পক্ষ থেকে কোন সহযোগিতা পায়নি এবং উন্নয়নের ছোয়া লাগেনি।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথি ছিলেন কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন, রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরা আক্তারসহ প্রমুখ।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আমি এই প্রতিবন্ধি স্কুলটির কথা শুনে দেখতে এসেছি। এই কোমলমতি শিশুরা যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং এই শিশুদের স্কুলে আসা যাওয়ার জন্য একটি গাড়ীর ব্যবস্থা করে দেওয়া হবে।
যেহেতু এই স্কুলটি সরকারী খাস জমিতে নির্মান করা হয়েছে। এলাকার এক ব্যাক্তি সরকারী জমি নিজের দাবি করে কোর্টে মামলা করেছে সেটি চলমান রয়েছে শুনে তিনি দ্রুত সময়ে মধ্যে মামলা শেষ করে স্কুলটি উন্নয়নের কাজ শুরু করবেন। তিনি নিজ হাতে স্কুলটির কোমলমতি শিশুদের হাতে দুপুরের খাবার ও স্কুলে খেলাধুলার জন্য ফুটবল ও ক্রিকেটসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।