কামরুল ইসলাম রাজবাড়ী জেলা প্রতিনিধি
গত ২১ শে ফ্রেব্রুয়ারী আনুমানিক রাত ৭টার দিকে কালুখালীর রুপসা সুইজগেট বাজারে জাদুর সেলুনের দোকানের সামনে বিকাশ এজেন্ড ও মুদি দোকানদার শরিফ খাঁন (৩৯) কে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে নিহতের স্ত্রী আছমা খাতুন বাদি হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষন করে। পরে ঘটনার সাথে জড়িত কালুখালী থানার রুপসা এলাকার চাঁদ আলী শেখ এর ছেলে তরিকুল ইসলাম (২০) কে গ্রেফতার করে। কালুখালী থানা সূত্রে জানা যায়, নিহত শরিফ খাঁন বুধবার সন্ধারাতে তার ১৩ বছরের ছেলে আরাফাত খাঁনকে সাথে নিয়ে রুপসা গায়েবী মসজিদ মাঠে ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত ৮, ৫৭ মিনিটের দিকে তরিকুল শরিফকে ফোন করে বিকাশে টাকা পাঠাতে বলে। পরবর্তীতে শরিফ টাকা না দেওয়ায় পরে শরিফকে মাহফিল থেকে সুইজগেট বাজারে ডেকে এনে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডে ব্যবহ্নত দা তরিকুলের চাচাতো ভাইয়ের ঘর থেকে উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে আরও জানা যায়,তরিকুল ইসলাম অনলাইনে জুয়া খেলতো। জুয়া খেলে অনেক টাকা সে হেরে যায়। শরিফের কাছ থেকে নগত টাকা নেবার জন্যই সে পরিকল্পনা করে শরিফকে হত্যা করে। ২৩ ফেব্রুয়ারী তরিকুলকে আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।