আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে জান্নাতি বেগম (২২) নামে এক নিখোঁজ নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।
জান্নাতি বেগম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের কাশেম বেপারীর মেয়ে।
স্থানীয়রা জানান, ঈদুল আজহার আগে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় জান্নাতি বেগমের। ঈদের পরদিন থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকেলে পাটক্ষেতে হাড়গোড় (কঙ্কাল) দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে।
খবর পেয়ে জান্নাতির স্বজনরা এসে কাপড় ও অন্যান্য চিহ্ন দেখে কঙ্কালটি তার বলে শনাক্ত করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিখোঁজ জান্নাতির পায়ের স্যান্ডেল ও কাপড় দেখে তার মরদেহ বলে ধারণা করা হচ্ছে।