খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ শেষে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সমবেত হতে থাকে দলীয় নেতাকর্মীরা। পরে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কেটে যুব সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু করেন, প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। সমাবেশে প্রধান অতিথি অভিযোগ করে বলেন, প্রতি নিয়ত নানা বহুমুখী ষড়যন্ত্র চলছে, যাতে করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। সাধারণ জনগন কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না। সকলকে সাথে নিয়ে এসব অপশক্তিকে পরাজিত করবো। সাড়ে ১৫ বছর রাজপথে দেখা যায়নি এখন বড় বড় কথা বলছে। বিভিন্ন ভাবে নানা সবক দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এই মর্মে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে বিশাল এ যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবছার।সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমূখ।