বর্তমান প্রযুক্তি নির্ভর বাংলাদেশে প্রযুক্তি খাতে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আইসিটি ওয়ার্কশপ।আজ সকাল ১০ টায় ইজি কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে উপজেলার জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে আইসিটি ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে৷ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহরিয়ার জামান নিপুন শাহ,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খানসামার অধ্যক্ষ নিমাই কুমার দত্ত, ইজি কম্পিউটার এর প্রশিক্ষক ফরিদুল ইসলাম, খানসামা কামিল মাদ্রাসার আইসিটি প্রভাষক আব্দুর রহমান লিটন, প্রযুক্তি প্রতিষ্ঠান টেকতরঙ্গ এর প্রতিষ্টাতা ও লীড ডেভেলপার শেখ নেছারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত বলেন, বাংলাদেশর চাকরির বাজারে যে প্রতিযোগিতা চলছে সেখানে শুধুমাত্র দক্ষতা সম্পন্ন মানুষ নিজের ক্যারিয়ার গড়তে পাড়ছে। বর্তমানে সবথেকে চাহিদা সম্পন্ন সেক্টর হচ্ছে আইসিটি সেক্টর। এ সেক্টরে দক্ষ হতে পাড়লে চাকরি কর্মসংস্থান নিয়ে চিন্তা করতে হয় না।প্রযুক্তি প্রতিষ্ঠান টেকতরঙ্গের প্রতিষ্ঠা ও লীড ডেভেলপার শেখ নেছারুল ইসলাম বলেন, উন্নত দেশগুলো প্রযুক্তি সেক্টরে বেশ এগিয়ে গেছে। প্রযুক্তিতে অগ্রসর জনগোষ্ঠী পুরো বিশ্বের বুকে নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে। বেকার হয়ে সমাজের বোঝা না হয়ে দক্ষ হয়ে নিজে ও সমাজের উন্নয়নে কাজ করাই হবে মূল লক্ষ্য।পরে সেমিনারে শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা বিষয়ে লিখিত পরিক্ষা ও কুইজ এর আয়োজন করা হয়। মেধাতালিকার ভিত্তিতে ক্রেস্ট ও কলম উপহার দেয়া হয়।