মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জে মাদক মামলায় সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তরিকুল ইসলাম ওরফে রুবেল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিচারিক আদালত। আসামি তরিকুল ইসলাম ওরফে রুবেল গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া পৌরসভার ২১২ নং হোল্ডিং এর আবু সাঈদ সরদারের ছেলে।মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর সুভাষ চন্দ্র জয়ধর। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোঃ মইনুল হাসান মৃধা (সুমন)।আদালত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জিআর মামলা নং - ২৯/২০১৮ থেকে উদ্ধৃত দায়রা মামলা নং - ৩৭৮/২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) ধরার টেবিল ৩(খ) এবং একই সাথে একই ধারার টেবিল ৯(খ) তে বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত করা হলো যার ফলে আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) ধারার টেবিল ৩(খ) মোতাবেক যাবজ্জীবন ১০ বছর মেয়াদের কারাদন্ড ও একই আইনের ১৯(৪) ধারা মোতাবেক উল্লেখিত দণ্ডের অতিরিক্ত ৫, ০০০/ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড যার অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। যদিও বা রায় ঘোষণার আগে থেকেই অভিযুক্ত তরিকুল ইসলাম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল বিধি-বিধান মেনেই তার অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন আদালত।