মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এম আবদুল লতিফের সমর্থনে মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ৩৯–৪০–৪১নং ওয়ার্ডে এক কর্মীসভা মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাহিদ হোসেন খোকন ও বেলাল হোসেনের পরিচালনায় স্থানীয় কমিউনিটি সেন্টার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এম.আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক, আবদুল হালিম, দেবাশীষ পাল দেবু, হেলাল উদ্দিন, সাইফুদ্দিন আহম্মদ, দিদারুর রহমান তুষার, রাজিবুল হাসান রাজন, আবদুল বারেক, নুরুল আলম প্রমুখ। বক্তারা বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, নেতা–কর্মীদের নিয়ে এমপি লতিফের জনকল্যাণ মুলক কর্মকান্ড ভোটারদের মধ্যে তুলে ধরতে হবে। ভুঁইফোড় কিছু ব্যক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ৭ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে সকল গ্রুপের সাথে সম্মিলিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।