সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

চট্টগ্রামে আড়াই হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মে ১৩, ২০২৩

চট্টগ্রামে আড়াই হাজার পিস ইয়াবাসহ মো. জামাল উদ্দিন খোকন (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) সকালে বন্দরের সল্টগোলা এলাকায় মসজিদ গলির নিজাম জমিদারের বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল নোয়াখালীর সুবর্ণচর থানাধীন চরখাটা গ্রামের নুর উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকায় নিমাজ জমিদার ভবনে ভাড়া থাকতেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সল্টগোলা এলাকার একটি বাসা থেকে মাদক কারবারি জামাল উদ্দিন খোকনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুই হাজার ৫০০ পিস ইয়াবা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।