চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের আবদুল হামিদ ও সাহেদা নামের দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহতদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়া অভিমুখী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
চমেক পুলিশ ফাঁডির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পটিয়া দুর্ঘটনায় আট জনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদ ও শাহেদা নামের দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর ছয়জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।
আহতদের মধ্যে ২৫ বছরের নারী আসিকাকে ২৮ নং নিউরো সার্জারি ওয়ার্ড, তিন বছরের শিশু ইকামনিকে ৮৪ নং শিশু সার্জারি ওয়ার্ডে এবং ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭) এবং আবুল কালামকে (৫২) ২ নং ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি দেন।