সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

চরঝিকড়ী হলি চাইন্ড কিন্ডার গার্টেনে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রধান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- অক্টোবর ২৬, ২০২৩

 

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী হলি চাইন্ড কিন্ডার গার্টেনে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর চরঝিকড়ী হলি চাইন্ড কিন্ডার গার্টেনের আয়োজনে সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

চরঝিকড়ী হলি চাইন্ড কিন্ডার গার্টেনের সভাপতি মোঃ গোলাম মোস্তফা আবু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চরঝিকড়ী হলি চাইন্ড কিন্ডার গার্টেনের প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ ইসলাম হোসেন মাষ্টার, অভিভাবক মোঃ ওবায়দুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন চরঝিকড়ী হলি চাইন্ড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা মন্জুয়ারা পারভীন।

সভাপতির বক্তব্যে মোঃ গোলাম মোস্তফা আবু অভিভাবকদের সম্পর্কে বলেন, শুধু ছেলে মেয়ে স্কুলে দিলেই বাবা-মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। তার স্কুল কখন ছুটি হলো, ছুটির পরে কোথায় গেল, সময় মত স্কুলে যাচ্ছে কি নাহ। তারা কাদের সাথে সময় কাটায় সব কিছু সম্পর্কেই জানতে হবে। একজন ভালো অভিভাবকই পারে তার সন্তানকে মানুষের মত মানুষ করে তুলতে। তাই আমি সকল অভিভাবককে বলবো আপনারা আপনাদের সন্তানদের একটু বেশি সময় দিন। এতে আপনার সন্তান মানুষের মত মানুষ হবে।