সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত নির্বাহী সদস্য ওমর ফারুককে সংবর্ধনা।

প্রকাশিত হয়েছে- মার্চ ৫, ২০২৪

আবছার কামাল: কক্সবাজার প্রতিনিধি।

সদ্য সমাপ্ত হওয়া কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে নবনির্বাচিত নির্বাহী সদস্য ওমর ফারুক ফরহাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪ মার্চ রাত ৯ টায় এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে মোহাম্মদ রিয়াদের সভাপতিত্বে ও মোঃ রাশেদুল হকের সঞ্চালনায় শহরের অভিজাত হোটেল অষ্টার ইকো হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা. জিহাদুল ইসলাম রিয়াজ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুক ফরহাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখনে জাহেদুল ইসলাম রিটন, সাংবাদিক আমিরুল ইসলাম মো: রাশেদ, মো: শফি, শওকত আজম, জামশেদ আলম জনি, ডিবি মনির হোসেন, বাহাউদ্দীন ও শাহেদুল আলম রানা। আরো উপস্থিত ছিলেন, আব্দুর রহিম সোহেল, মাহমুদুল হক মামুন, ফরিদ কবির, গিয়াস উদ্দীন মিলন, রিগ্যান আরাফাত, সাদেক খান, হারুন অর রশিদ, মো: সোহেল, সোহেল রানা, মো: জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সুইট, আবু জায়েদ, সাহাবুল হুদা সিদ্দিকী, মো: শরীফ, এমডি শরীফ, জিতেন পাল, মনমোহন দে, রেজাউল হক রিয়াদ, এডভোকেট তিলক কর্মকার, মুফিজুল আলম, ডা: খোরশেদ আলম, ইকবাল হাসান চৌধুরী, দ্য কিং অব কক্স খোরশেদ আলম, এসআই রাফেদুল ইসলাম ও সদর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবছার কামাল। বক্তারা বলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে আমাদের ২০০১ ব্যাচের বন্ধুর এই সাফল্যে আমরা গর্বিত। ক্রীড়া সংস্থা ও জেলার খেলোয়াড়দের উন্নতি, সমৃদ্ধ ও আরো বেশি গতিশীল করতে নবনির্বাচিত নির্বাহী সদস্য ও আলোকিত স্বপ্ন কক্সবাজারের অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদের যুগান্তকারী ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা। এছাড়াও ওমর ফারুক ফরহাদের সফলতা আরো বৃদ্ধি করতে সবাই পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।