সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

টাকার পিছে

প্রকাশিত হয়েছে- নভেম্বর ২৯, ২০২৩

লেখকঃ আশিক হাসান সীমান্ত

টাকার পিছে ঘুরছো মিছে
সঙ্গে যাবেনা
খালি হাতে এসেছো ভবে
তোমার রবেনা।

বিদায় কালে আমল রবে
তোমার পাশে বসিয়া
ভালো যাহা করেছো ভবে
সঙ্গে যাবে হাসিয়া।

মা বলো ভাই বলো বাবা বলো
কেহ কারো নয়
টাকা বাড়ায় সব জামেলা
গুনি জনে কয়।

লোভে পাপ পাপে মৃত্যু
এটা জেনে রেখো
টাকার জন্য সব ভুলোনা
আল্লাহকে স্মরন রেখো।

টাকা ওয়ালা হয়ে তুমি
গরিবকে করিওনা পর
ধনী হয়ে সব ভুলোনা
পাপে ভরিওনা ঘর।

মা বাবার সেবা করিও
ভাই বোনে থেকো মিল
মনের কালিমা মুছে তুমি
পরিস্কার রেখো দিল।

পরের হক করিওনা নষ্ট
এতিমের হক মেরোনা
গরিবের কষ্টের টাকায়
নিজের ব্যাংক ভরিওনা।

একদিন যেতে হবে সব ছেড়ে
আল্লাহুর সন্মুখে
তখন তুমি কি জবাব দিবে
যিকির রেখো অন্তরে।