সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা ২০২৪’ পাচ্ছেন ১০ জন বিশিষ্ট নারী

প্রকাশিত হয়েছে- নভেম্বর ১১, ২০২৪

জাবির আহমেদ জিহাদ

ডাক বাংলা সাহিত্য একাডেমির আয়োজনে ‘ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা ২০২৪’-এ সমাজকল্যাণ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ১০ জন নারীকে সম্মানিত করা হবে।

গত ২৭ অক্টোবর একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

যারা সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন, তারা হলেন:

১. হাসিনা মমতাজ হাসি (কবি, পুঁথি সম্রাজ্ঞী ও আবৃত্তিকার)
২. জাহানারা রেখা (কবি, শিক্ষক ও উপস্থাপক)
৩. তানিয়া পারভীন তামান্না (কবি, রন্ধন শিল্পী ও উপস্থাপক)
৪. পারভীন আকতার (কবি, শিক্ষক ও সংগঠক)
৫. মিমি মেহজাবিন (কবি, শিক্ষক ও সংগঠক)
৬. জিনাত পারভীন সেতু (লেখক ও সংগীত শিল্পী)
৭. সুমাইয়া আজিজ স্মৃতি (লেখক, আবৃত্তিকার ও উপস্থাপক)
৮. রশিদা খাতুন পারভীন (কবি ও সংগঠক)
৯. মরিয়ম আক্তার (কবি, গীতিকার ও সংগঠক)
১০. লাবণ্য সীমা (কবি, আবৃত্তিকার ও সংগঠক)

‘ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা’ কমিটির আহ্বায়ক মোঃ আহসান হাবীব জানান, ছয় মাসের যাচাই-বাছাই শেষে এই নারীদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

*উল্লেখ্য*, ২০২০ সালে প্রতিষ্ঠিত ডাক বাংলা সাহিত্য একাডেমি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এবং সমাজকল্যাণে বিশেষ ভূমিকা রাখার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।