সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ডেঙ্গুর কারণে MRP অপেক্ষা অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয়ের বিষয়ে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান।

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ আশিক হাসান সীমান্ত ঢাকা

আজ ০৭-০৯-২০২৩ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ডেঙ্গুর কারণে MRP অপেক্ষা অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় তথা কারসাজি রোধে বিশেষ অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য, ঢাকা মহানগর এলাকায় ৪টি টিম অভিযান পরিচালনা করে, এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

আজ সারাদেশে ৪০টি টিম কর্তৃক ৫৩টি বাজারে অভিযানের মাধ্যমে ৯২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,৭৪,৫০০ টাকা জরিমানা করা হয়।

তন্মধ্যে শুধু ডেঙ্গুর কারণে MRP অপেক্ষা অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় ও স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রয় না করায় ঢাকা মহানগরীতে ৩টি টিম কর্তৃক ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০,০০০ টাকা এবং রাজশাহী জেলায় ১টি টিম কর্তৃক ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০,০০০ টাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৮টি টিম কর্তৃক ১৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,১৯,৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ণিত তদারকি কার্যক্রমসহ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম প্রচারে সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ।

ধন্যবাদান্তে
আতিয়া সুলতানা
উপপরিচালক ( প্রশিক্ষণ ও প্রচার)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।