রিয়াজ উদ্দীন রিয়াদ কক্সবাজার:
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরপর স্বাগত জানিয়ে ঈদগাঁও বাস স্টশনে আনন্দ মিছিল করেছে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।
সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে আরাকান সড়কে হাজারো নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেন। মিছিল পরবর্তী ঈদগাঁও উপজেলা কৃষক লীগের সভাপতি আবছার কামালের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ূন তাহের চৌধুরী হিমুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ নেতা অনুপম পাল অনু, মোজাহের আহমদ সিকদার, ইফতেখারুল আলম রুমেল, মমতাজুল ইসলাম খান, মোঃ শরিফ, আহমদ শরীফ, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সাম, নাছির উদ্দীন জয়, ঈদগাঁও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ভূট্রো, ঈদগাঁও উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক বান্ডি, সদস্য সচিব সাইফুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক সাহেদ কামাল, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোরশেদ, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ, ঈদগাহ রশিদ আহমদ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবদুর রহমান নাহিদ, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশফাক উদ্দীন আরফাত, জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভির, সাধারণ সম্পাদক জাহেদ ইকবাল হাসিব, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশের মত ঈদগাঁও’তেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বিএনপি। সেজন্য তফসিল ঘোষণার আগে থেকেই আমরা রাজপথে অবস্থান নিয়েছি। মানুষ এখন নির্বাচনমুখী। আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে। এ-ই লক্ষ্যে আজ থেকে প্রতিটি পাড়া মহল্লায় কর্মসূচি পালন করবে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।এসময় তিনি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করার জন্য নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান।