১৩ জুন বৃহস্পতিবার সুইহারী নাভারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ দিনাজপুর এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় “সংগঠনই শক্তি- সংগঠনই মুক্তি” এর শ্লোগানকে সামনে রেখে ভূমি অধিকার, কৃষি ভূমি সংস্কার ও সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনসমাবেশ এবং প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর এর সভাপ্রধান মোঃ রাজু মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিডিএ দিনাজপুরের আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়। ধারণাপত্র পাঠ করেন জন নারী ঐক্য পরিষদের সভাপ্রধান মকলেসিনা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ভূমি সমন্বয় পরিষদের সদস্য হরিশ চন্দ্র রায়। আলোচ্যক হিসেবে আলোচনা করেন সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষি ফ্রন্ট দিনাজপুরের সংগঠক মনিরুজ্জামান, কর্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইমুদ্দিন, চেহেলগাজী ইউনিয়ন সমন্বয় পরিষদের সভাপ্রধান সাবিনা হেমব্রম ও সাংবাদিক কাশী কুমার দাস। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন আক্তার, সিডিএ উপ-পরিচালক আলিম-আল-রাজী। বক্তারা বলেন, ভূমিতে আছে নারীর অধিকার। এ ব্যাপারে সকলকে জানতে হবে এবং জানাতে হবে ও মানতে হবে সবাইকে। জাতীয় নারী উন্নয়ন নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বৈষম্য মূলক পারিবারিক আইন সংস্কার করতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিএ’র ইউনিট ম্যানেজার মোঃ আবু তাহের। সভার শেষে জন সংগঠনের ও ভূমিহীন কমিটির শত শত নারী পুরুষরা উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন।