মোঃ নুর সাইদ ইসলাম ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)‘র আয়োজনে এবং সুইজারল্যান্ড ওয়াটার ও সুইচকন্টাক্ট বাংলাদেশের সহযোগীতায় মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, ইএসডিও প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল, পৌর কো-অর্ডিনেটর দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, মোসাদ্দেকুর রহমান সহ ইএসডিও’র প্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও ইউডিসির উদ্যোক্তাগণ। উক্ত কর্মশালায় সভাপতির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বাসাবাড়িতে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দিই। পরবর্তিতে এগুলোর কারণে আমাদের ড্রেনেজ সিস্টেম নষ্ট হয় এবং পানি জমে প্রচুর পরিমাণ ডেঙ্গু মশার লার্ভা জন্ম নেয়। এ কারণে জনজীবন অনেক ক্ষেত্রে মারাত্বক হুমকির মুখে পড়ছে, এসব বিষয়ে এখন আমাদের সচেতন হওয়ার মূখ্যম সময়। আমরা সবাই সচেতন হলে, একটা সুন্দর বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।’ তিনি বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের উপরেও গুরুত্বারোপ করেন।