সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ধামইরহাটে উমার ইউনিয়নে ৭ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- অক্টোবর ২৬, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:-

নওগাঁর ধামইরহাটে উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (শুক্রবার) বিকেলে দূর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদ্রাসা মাঠে ওয়ার্ড বিএনপির এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. রেজুয়ান হোসেন রঞ্জু। এ সময় ধামইরহাট পৌর বিএনপির আহ্বায়ক আজমল হোসেন চৌধুরী শাহান, বর্তমান জেলা ছাত্রদলের সহ সভাপতি ও ধামইরহাট উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক রুহেল হোসেন সুমন, ধামইরহাট পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক জাবেদ বিন সাঈদ, উমার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন, জনতার দলের সভাপতি মোছাদ্দিক বিল্লাহ, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, ৪নং উমার ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাইহান, সদস্য মোরশেদ, মেহেরব রিদয়, মোস্তাকিম সহ এলাকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সম্মানিত ব্যক্তি প্রমূখ উপস্থিত ছিলেন।