সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ধামইরহাটে ৪ হাজার ৬০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে- অক্টোবর ৩১, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শত জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর রাব্বি প্রমুখ। ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, মসুর ডাল, খেসারি ডাল, মুগ ডাল,ভূট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, গম, পিয়াজ ও অরহড় চাষের জন্য নির্ধারিত পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি বিতরণ করা হয়।