সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ধার নেয়া বাল্ব ফেরতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে খুন

প্রকাশিত হয়েছে- মে ৩, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের এলাকায় ছুরিকাঘাতে ঘেরের এক কর্মচারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নতুন ঘোনা নামক চিংড়িঘের এলাকায় এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূলত ধার নেওয়া একটি বৈদ্যুতিক বাল্ব ফেরত দিতে দেরি হওয়ায় কথা কাটাকাটির জেরে পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ঘের কর্মচারী।

নিহত ঘের কর্মচারীর নাম আজিজুর রহমান (৩৮)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের ছালেহ আহমদের পুত্র।

এদিকে, ছুরিকাঘাতে ঘের কর্মচারী আজিজ খুনের পর পরিবারে কান্নার রোল পড়েছে। হাসপাতালেও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।

পুলিশ জানায়, ঘাতক ইছহাকের বাড়ি চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পালাকাটা গ্রামে। সে ওই গ্রামের কবির আহমদের ছেলে।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, “পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করেছে। ঘটনায় জড়িত ইছহাককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”