সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

নজিবুল ইসলামের জন্য মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- নভেম্বর ২৫, ২০২৩

রিয়াজ উদ্দীন রিয়াদ কক্সবাজার

কক্সবাজার ০৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি জননেতা মোঃ নজিবুল ইসলামের জন্য কক্সবাজার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম এবং শংকর মঠ মিশনে প্রা্র্থনা অনুষ্ঠিত হয়েছে।

সৎসঙ্গ মন্দিরের প্রার্থনায় পৌরোহিত্য করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের ঋত্বিক বিশ্বনাথ বন্ধ্যোপধ্যায়,শংকর মঠ মিশনের প্রার্থনায় পৌরোহিত্য করেন পরিমল ব্রম্মচারী।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ,হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শহর শাখার সভাপতি ডাঃ পরিমল কান্তি দাশ,সৎসঙ্গ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস, পৌর আ.লীগের উপ দপ্তর সম্পাদক সোহেল রানা, সদস্য সাগর পাল সাজু, সাবেক ছাত্রনেতা ও প্রকৌশলী অন্তিক চক্রবর্তী,সৎসঙ্গ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সহ প্রতি ঋত্বিক প্রিয়তোষ দে,অধ্যাপক অমল চন্দ্র দে,সুমন দাশ,পৌর আ.লীগ নেতা কাশেম আবেদীন প্রমুখ৷

এসময় ডাঃ চন্দন কান্তি দাশ বলেন, সব ধর্মের মানুষের জন্য নিরাপদ মানুষ নজিবুল ইসলাম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নজিবুল ইসলামের প্রতি হিন্দু সম্প্রদায়ের জনগণের শুভকামনা রইলো।