স্বপন রবি দাশ,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সোহান আহমদ (২৩) নামে এক প্রবাসি যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
গতকাল সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ পূর্ব বাজার রেদুয়ান টেলিকম সামনে জগন্নাথপুর এরিয়ায় এই ঘটনা ঘটে।
নিহত সোহান হলেন- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র। দীর্ঘ ৮ বছর পর সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেন সোহান। বিয়ের মাত্র ১১ দিনের মাথায় হাতের মেহেদীর রং মোছার আগেই নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হলেন তিনি। এ ঘটনায় নববধূ ও পরিবারের মাঝে চলছে শোকের মাতম।
আহতরা হলেন- সোহানের চাচাতো দুই ভাই সৌদি আরব প্রবাসী নুর আলমের পুত্র মোসাদ্দেক আলম (২৪) ও আবু সায়েদের পুত্র শহীদুল্লা (২৫)।
স্থানীয়রা জানান, ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ ও তার সহযোগীদের সাথে নিহত সোহানের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে সোহানের উপর হামলা চালায় নুরকাছ ও তার সহযোগীরা। এ সময় সোহানকে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করে নুরকাছ ও তার সহযোগীরা। এসময় সোহানকে বাঁচাতে অপর দুজন এগিয়ে আসলে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হলে রাত সাড়ে ৭টার সময় সোহানের মৃত্যু হয়। গুরুতর আহত মোসাদ্দেকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এঘটনায় এলাকায় শোকের পাশাপাশি থমথমে অবস্থা বিরাজ করছে।
এই বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম জানান, তুচ্ছ ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।