সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

নিখোঁজের পর গড়াই নদী থেকে উদ্ধার হল ঢাবি শিক্ষার্থীর মরদেহ

প্রকাশিত হয়েছে- জুন ১৪, ২০২৩

বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা

কুষ্টিয়ার গড়াই নদী থেকে নিখোঁজের তিনদিন পর ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হল।

নিখোঁজের তিনদিন পর কুষ্টিয়ার গড়াই নদীতে ঢাবি শিক্ষার্থীর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ ভেসে উঠতে দেখে প্রশাসনকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিস এর সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

বরগুনা সরকারি কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রফেসর জনাব আব্দুল মালেক এর বড় ছেলে তানভীর আহমেদ।

বরগুনা সানবীম স্কুলের মেধাবী ছাত্র ছিলেন তানভীর। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ফার্মেসি বিভাগের ছাত্র ছিলেন। তানভীর বিশ্ববিদ্যালয়ের ১৩ জন বন্ধুদের নিয়ে শিক্ষা সফরে খুলনা হয়ে কুষ্টিয়ায় যায়। কুষ্টিয়া গড়াই নদীতে মীর মোশারফ হোসেন ব্রিজের কাছে গত (১২জুন) সোমবার বিকেলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না মিললে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দলের সকল অভিযান ব্যর্থ হয়ে (১৪ জুন) বুধবার সকাল ১১ টার দিকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রশাসনকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষ টিম মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।