সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী জিল্লুল হাকিম।

প্রকাশিত হয়েছে- নভেম্বর ৩০, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের টানা ষষ্ঠ বারের মত আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জমা দিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।আজ বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এর কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ সহ রাজবাড়ী ২ আসনের আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, রাজবাড়ী ২ আসনে ১৯৯৬ সার থেকে টানা ষষ্ঠ বারের মতো নৌকার মনোনয়নপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। তিনি বর্তমান রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি।