সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পলাশবাড়ী খাদ্যগুদাম থেকে কোটি টাকার চাল উধাও!

প্রকাশিত হয়েছে- জুন ৭, ২০২৪

ফয়সাল রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা খাদ্যগুদাম থেকে কোটি টাকার চাল আত্নসাতের অভিযোগ উঠেছে খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ২০ মে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান পলাশবাড়ী খাদ্য গুদাম পরিদর্শনে যান। গণনা শেষে তিনি গুদামে সংরক্ষিত ৩ হাজার ১৫ মেট্রিকটন চাল এবং ২শ ৬৬ মেট্রিকটন গমের মধ্যে ১৩১ মেট্রিকটন চাল ঘাটতি দেখতে পান। ১৩১ মেট্রিকটন চালের সরকারি মূল্য ১ কোটি ২৯ লাখ ৪৩ হাজার ৭'শ ৪৫ টাকা। পরদিন ২১ মে সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেজওয়ানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ৪ জুন পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরবর্তীতে তা অভিযোগ আকারে দাখিল করেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান জানান, 'পলাশবাড়ী খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে চাল আত্নসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর তাকে তাৎক্ষনিক সিলেটে বদলি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া দুদককেও বিষয়টি অবগত করা হয়েছে'।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, 'এ বিষয়ে গত ৪ জুন মঙ্গলবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় অভিযোগ দিয়েছেন। যেহেতু সরকারি মালামাল আত্মসাতের বিষয়; এ কারণে যথাযথ প্রক্রিয়া অনুস্মরণ করে মামলাটি রংপুর দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে'।