আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
"প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলা চত্বরে র্যালি ও উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, এনজিও ডিপিপি এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান মোহাম্মদ সাইফুল ইসলাম নকীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস সহ সুবিধা ভুগি ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
র্যালি শেষে এনজিও ডেভেলপমেন্ট ফর পুওর পিপলস ডিপিপি এর পক্ষ থেকে প্রতিবন্ধী এক ব্যক্তিকে হুইল চেয়ার প্রধান করা হয়।