সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশায় ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষায় শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- জুন ২১, ২০২৩

আল আমিন হোসেন,বিশেষ প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জমি জবরদখল ও বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নির্মাণ কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

বুধবার (২১ জুন) সকাল ১০ টার সময় বিদ্যালয়ের খেলার মাঠ ও মেইন ফটকের সামনে দাঁড়িয়ে এই মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা খাতুনের নেতৃত্বে অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা দাবি করেন, স্কুলের ক্লাস ও এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগতদের আনাগোনার ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। এবং স্কুলের খেলার মাঠে যত্রতত্ত্ব গরুছাগল বাঁধার কারণে মল-মূত্র পরে মাঠের পরিবেশ নষ্ট হয়।

তারা আরো বলেন, এইসমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে ও স্কুলের খেলার মাঠ রক্ষার্থে একটি প্রাচীর নির্মাণের দাবি ছিল আমাদের অনেকদিনের। অবশেষে সেই দাবি বাস্তবায়ন হবার পথে চললেও তা এখন আবার বাধায় পরিণত হয়েছে। বেশ কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন, এরপর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী সেই প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে। যে কারনে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তাই আমরা দ্রুত এই প্রাচীর নির্মাণের দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা খাতুন, সহকারী শিক্ষক আকমল হোসেন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমুর রহমান, দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল প্রমূখ।

উল্লেখ্য, ১৯১৬ সালের ৩ জানুয়ারি অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, বিদ্যালয়ের মোট জমির পরিমান ৫ একর ৫৮ শতাংশ।