আল আমিন হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৩ শুরু উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার (১১ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুপুর ২টায় উপজেলা হলরুমে আলোচনা সভা, আলোচনা সভা শেষে র্যালি ও উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপি মেলার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরসহ উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।