আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের ক্যান্টিনের শুভ উদ্বোধন করলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
সোমবার ৩১শে জুলাই পাংশা সরকারি কলেজের আয়োজনে দুপুরে কলেজ চত্বরে এই কলেজ ক্যান্টিনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ইয়ামিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাসসহ উক্ত কলেজের অন্যান্য শিক্ষকগণ, বিএনসিসি, রভার স্কাউট ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।