আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাংশা, রাজবাড়ীর আয়োজনে পাংশা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার ১৪ আগস্ট তারিখে সকাল ১০ টা থেকে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন আর রশীদ, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কামাল আজাদ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল-আমিন হোসেন প্রমুখ।