আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার হলরুমে দুপুর ১২ টায় এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১১ জুন থেকে আজ ১৩ জুন পর্যন্ত এই তিনদিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ পাংশা প্রেস ক্লাবের সাংবাদিকগণ ও মেলায় অংশগ্রহণ নেওয়া সকলেই উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠানটি শেষ হয়।